ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভূমির দখল পাচ্ছে না ৫০ উপজাতি পরিবার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ২০ মে ২০১৮ | আপডেট: ১২:৪১, ২০ মে ২০১৮

সরকারি খাস জমির বন্দোবস্ত পাওয়ার পরও নিজেদের ভূমির দখল পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার। প্রায় একযুগ আগে এসব পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালে খাস জমি বন্দোবস্ত দেয় সরকার। কিন্তু প্রভাবশালীদের দখলে থাকায় এখন পর্যন্ত তা বুঝে পায়নি এসব পরিবার।

নাচোল উপজেলার ১৮ কিলোমিটার দক্ষিণে শ্যামপুর গ্রাম। যোগাযোগের জন্য এখানে নেই কোনো পাকা রাস্তা। প্রত্যন্ত এ গ্রামে নিজেদের আবাদযোগ্য ভূমি না থাকায় অন্যের জমিতে মজুরি খেটে দিনযাপন করছে ভূমিহীন ৫০ পরিবার।

প্রায় একযুগ আগে সরকারি জমির বন্দোবস্ত নিতে আবেদন করে এসব পরিবার। তাদের আবেদনের প্রেক্ষিতে ৪৫ বিঘা জমির বন্দোবস্ত দেয় সরকার। কিন্তু প্রভাবশালীদের কারণে নিজেদের ভুমির অধিকার পাচ্ছে না তারা।

এমনকি জীবননাশের হুমকিও দেয়া হচ্ছে অসহায় পরিবারগুলোকে। প্রাণভয়ে জমির দখল ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন তারা।

এ ব্যাপারে উপজাতিদের অভিযোগ পেয়েছেন বলে জানান নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও ভূমি ব্যবস্থাপনা কমিটির সভাপতি।

ভূমির অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি এসব আদিবাসী পরিবারের।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি