ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ফেনী শহরের প্রবেশ পথে ফেলা হয় ময়লা-আবর্জনা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ২০ মে ২০১৮ | আপডেট: ১২:৪০, ২০ মে ২০১৮

ফেনী শহরের প্রবেশ পথ দেওয়ানগঞ্জে ফেলা হয় পৌরসভার ময়লা-আবর্জনা। এতে দখল হয়ে গেছে সড়কের একাংশ। আর আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ। সমস্যা হচ্ছে পথচারীদেরও। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এ’ বছরের মধ্যেই আবর্জনা অন্য স্থানে সরিয়ে নেয়া হবে।

ফেনীর শহীদ সালাউদ্দিন সড়কের মোড় থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত পৌরসভার দুই একর জায়গায় গত ২০ বছর ধরে ১৮টি ওয়ার্ডের আবর্জনা ফেলা হয়। যত্রতত্র ফেলা ময়লার দুর্গন্ধে দূর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের।

ময়লার কারণে শ্বাসকষ্ট, সর্দি-কাশিসহ এলার্জি জনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বাসিন্দারা। বিরুপ প্রভাব পড়ছে পরিবেশের উপর।

এদিকে, জনদুর্ভোগ লাঘবে কম্পোস্ট প্ল্যান্ট প্রকল্প বাস্তবায়ন করছে ফেনী পৌরসভা। যার কাজ শেষ হবে এ’বছরই। এটি চালু হলে নাগরিকদের দুর্ভোগ কমবে বলে জানিয়েছেন পৌর মেয়র।

প্রকল্পটি চালু হলে পৌরসভার প্রতিদিনের ১২০ টন আবর্জনা থেকে ৯৬ টন জৈব সার তৈরি হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি