ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ২৫ মে ২০১৮

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার কুমিরায় গুল আহমেদ জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন গাড়ি চালক আরিফ (৪৫)। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা এলাকায়। তবে নিহত অপরজনের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আহত ব্যক্তির নাম রবি (৪৫) বলে জানা গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা জসিম উদ্দিন জানিয়েছেন, শুক্রবার ভোরে দুটি ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মহানগরে আসছিল। কুমিরার গুল আহমেদ জুট মিল এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালকসহ অজ্ঞাত একজন নিহত হন।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি