ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

রাঙামাটিতে তিন ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ২৮ মে ২০১৮ | আপডেট: ১২:১৩, ২৮ মে ২০১৮

রাঙামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফের তিন কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন- সুনীল চাকমা সনজিত (৩০), অটল চাকমা (৩০) ও স্মৃতি চাকমা। এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির বাঘাইছড়ি উপজেলা সংগঠক জুয়েল চাকমা।
জুয়েল জানান, আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাঘাইহাটের করল্যাছড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। তিনি এই হত্যাকাণ্ডের জন্য নতুন ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও জনসংহতি সমিতিকে (এমএনলারমা) দায়ী করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর মুখপাত্র লিটন চাকমা।
ইউপিডিএফ`র প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা বলেন, ভোরে জেএসএস (সংস্কার) ও ইউপিডিএফ`র (গণতান্ত্রিক) একদল সশস্ত্র ক্যাডার একটি বাসায় একসঙ্গে থাকা আমাদের কর্মীদের ওপর গুলি চালিয়ে  তিনজনকে হত্যা করেছে।` তিনি এই হত্যাকাণ্ডের জন্য সংগঠন দুটিকে দায়ী করেছেন।
বাঘাইছড়ির সাজেক থানার ওসি নুরুল আনোয়ার গণমাধ্যমকে বলেন, ভোরে একটি বাসায় হামলা চালিয়ে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জেনেছি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে। রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবিরও তিনজন নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন।
/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি