ঢাকা, শনিবার   ০৬ জুলাই ২০২৪

টিকেট বিক্রির ৩য় দিনেও রেলস্টেশনে ভীড় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ৩ জুন ২০১৮ | আপডেট: ১২:২৭, ৩ জুন ২০১৮

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির তৃতীয় দিনেও কমলাপুর রেলস্টেশনে ঘরমূখো মানুষের উপচে পড়া ভীড়। ১২ তারিখের টিকেটের জন্য রাতভর ছিল দীর্ঘ লাইন। আপনজনের সাথে ঈদ করতে পারলেই সব কষ্ট সার্থক হবে বলে মনে করছেন এসব মানুষ।

টেনের প্লাটফরম, সমান্তরাল রেল লইন আর অপেক্ষমান ট্রেন, দেখলেই মনে হয় এক দৌড়ে ট্রেনে উঠে ছুটে যাই আপনজনের কাছে। কিন্তু ব্যাপারটি সোজা নয়। এর জন্য কাটতে হবে টিকেট। অন্য সময় হয়তো তা সহজেই পাওয়া যায়। কিন্তু ঈদের সময় তা যেনো সোনার হরিন।

ভোর ৪টা। কমলাপুর রেলস্টেশন। দেশের ভিবিন্ন প্রান্তে থাকা আপনজনের কাছে ১২তারিখে যাবার ছাড়পত্র নিতে এসেছেন হাজারো মানুষ।

কেউ বসে আছেন। কেউ বা সময় পার করছেন তাস খেলে, আবার কেউ পেপার পড়ে। আবার অনেকে দাঁড়িয়ে আছেন দীর্ঘ লাইনে।

পুরুষের চেয়ে নারীদের লাইন তুলনামূলক ছোট হলেও তাদের অনেকেই টিকেট নিতে এসেছেন শনিবার সকালে।

ঈদে ঘরমুখি মানুষের এই দীর্ঘলাইন টিকেট কাউন্টার পেরিয়ে ঠেকেছে পার্কিয়ের গেট পর্যন্ত।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি