ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪

৫০০ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৪, ১২ জুলাই ২০১৮

যশোরের শার্শায় ৫০০ পিস ইয়াবাসহ লাকি বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করে।

আটক লাকি বেনাপোলের সাদিপুর গ্রামের হুমায়ুন কবীরের স্ত্রী বলে জানা গেছে।  

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণের সাতক্ষীরা মোড়ে বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে লাকিকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া বলেন, ৫০০ পিস ইয়াবাসহ লাকি নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি বেনাপোল থেকে ইয়াবা নিয়ে যশোরে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

আটক লাকির নামে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।     

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি