ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে গাছের নিচে চাপা পড়ে দাদা-নাতনীর মৃত্যু

প্রকাশিত : ২০:১৩, ৪ মে ২০১৯

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা বাজারে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে গাছের নিচে চাপা পড়ে দাদা-নাতীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন,ভানুডাঙ্গা গ্রামের ইসমাইল (৫৫) এবং তার পুত্র মুকুল হোসেনের মেয়ে নাতনী বিথী খাতুন (৮)।

এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ শেখ ফজিলতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান ও স্থানীয়রা জানান,শনিবার বিকেলে ফনীর প্রবাহে হঠাৎ দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হলে ভানুডাঙ্গা বাজারের একটি বড় গাছের ডাল ভেঙ্গে পড়ে। এতে ৬ জন গাছটির নিচে পড়ে। তখন দাদা ও নাতনী ঘটনাস্থলেই মারা যায় এবং বাকিরা আহত খবর। এরপর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঘটনায় এলাকাজুড়ে শোকের মাতম চলছে।

কেআই/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি