ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজারে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৪, ২১ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৬:২৫, ২২ সেপ্টেম্বর ২০১৯

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা মুক্তিযোদ্ধা বাছাই কমিটি কর্তৃক সুপারিশকৃত ক ফরমের তালিকাভুক্ত মৌলভীবাজার ও হবিগঞ্জের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

শনিবার সকালে শ্রীমঙ্গলস্থ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে এ যাচাই বাছাই কার্যক্রমে অংশ নেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মো: জাহাঙ্গীর হোসেন ও জামুকা’র সদস্য মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ড.মো: উপাধ্যক্ষ আব্দুস শহীদ।

এদিন দিনব্যাপী এ যাচাই বাছাইয়ে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকে ১১৩ জন অংশ নেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি