ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

বাগেরহাট পৌরসভা পরিষ্কার রাখতে সকলের প্রতি মেয়রের আহবান

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৭:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০১৯

বাগেরহাট পৌরসভা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে সকল আন্তরিক হয়ে কাজ করতে হবে। পৌরবাসীর সর্বস্তরের শ্রেণির পেশাজীবীদের সহযোগিতা কামনা করেন পৌর মেয়র খান হাবিবুর রহমান। আজ বৃহস্পতিবার বাগেরহাট পৌরসভা কার্যালয়ে প্রাকটিক্যাল এ্যাকশন এর সহযোগিতায় কর্মজীবি নারী সংগঠনের উদ্যোগে মাল্টি-ষ্টেকহোল্ডার সমন্বয় সভায় বক্তব্য তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, বাগেরহাট পৌরসভাকে আধুনিক মানের পৌরসভা গড়ে তুলতে পৌরসভার বজ্র ও পয়ঃনিস্কাশন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে।বর্তমান যে পৌরসভায় উন্নয়ন কাজ চলছে তা বাস্তবায়নে কাউন্সিলরবৃন্দসহ সকল পৌরবাসির সহযোগিতা কামনা করেন।

বাগেরহাট পৌর মেয়রের সভাপতিত্বে মাল্টি-ষ্টেকহোল্ডার সমন্বয় সভায় বক্তব্য দেন, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  রিজিয়া পারভিন, বাগেরহাট পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন, পৌর কাউন্সিলর এ বাকী তালুকদার, আবুল হাসেম শিপন, শাহনেওয়াজ দোলন, নাসির উদ্দিন,সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহি পরিচালক ঝিমি মন্ডল, কর্মজীবি নারী সংগঠনের শাখা ব্যবস্থাপক মুক্তা আক্তারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও পৌরসভার কর্মজীবি নারী প্রমুখ।

আয়োজকরা জানান, বাগেরহাটসহ ৪টি পৌরসভার ২ হাজার ২‘শ পরিচ্ছন্নতা কর্মী, ২৬ টি সমিতি, ১০টি আবর্জনা রিসাইকেলিং প্রতিষ্ঠান, ৫০টি পাইকারি বাজার ও ৬০টি কমিউনিটি সংগঠনের সমন্বয়ে নিন্ম আয়ের জনগোষ্ঠির জীবন মান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে ইউরোপিয়ান কমিশনের অর্থায়নে এ প্রকল্প কাজ করছে।

কেআই/টিআর
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি