ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নেত্রকোনায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫১, ১৬ অক্টোবর ২০১৯

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে কাওসার তালুকদার নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মেহেদী হাসান সাহস ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুচানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌর শহরের পুলিশ মোড় এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত কাওসার তালুকদার ওই এলাকার আলালউদ্দিন তালুকদারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মিজানুর রহমান জানান, দুর্গাপুর পৌর শহরের পুলিশ মোড় এলাকায় একটি গ্যারেজে মোটরসাইকেল সারাতে যায় কাওসার। এ সময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় সুসং ডিগ্রি কলেজ শাখার ছাত্রদল শাখার যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সাহসসহ কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে কাওসারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি