ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:২১, ১৮ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনের একাডেমি চত্বরে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ওয়ালিউর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসক আনজুমান আরা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করেন।এই উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটে নিহত হয় শিশু রাসেল। রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। 
এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি