ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে এক ব্যক্তির করোনাভাইরাস সন্দেহ, ঢাকায় নেয়ার পরামর্শ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১১, ১৬ ফেব্রুয়ারি ২০২০

টাঙ্গাইলের বাসাইলে সিঙ্গাপুর ফেরত আব্বাস আলী নামের এক ব্যক্তির করোনাভাইরাস সন্দেহের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর তোপের মুখে তিনি রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক দেখান। 

পরে চিকিৎকরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার করোনাভাইরাসের নমুনা দেখতে পায়নি। এরপরও প্রবাসী আব্বাসের সন্দেহের কারণে তাকে ঢাকায় গিয়ে পরীক্ষার পরামর্শ দেয় চিকিৎকরা।

আব্বাস আলী জেলার বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের দেউলী মধ্য পাড়া গ্রামের শামছুল হকের ছেলে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মোজাম্মেল হোসেন বলেন, ‘তার মধ্যে করোনাভাইরাসের কোনও নমুনা পাওয়া যায়নি। তার শরীরে জ্বর বা ঠান্ডাও নেই। লোকটির সন্দেহের কারণে তাকে ঢাকায় গিয়ে পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে।’

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি