ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

শরণখোলায় অজগর উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২০

সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রাম থেকে আবারও একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে টাইগার টীম, সি,পি,জি ও বনবিভাগের সদস্যরা গ্রামের সাকায়াত হোসেনের বাড়ির বাগান থেকে অজগরটি উদ্ধার করে। পরে বন বিভাগের মাধ্যমে সুন্দরবন পূর্ববন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অজগরটিকে অবমুক্ত করা হয়। অজগরটি ৭ ফুট লম্বা।

শরণখোলা ষ্টেশন কর্মকর্তা সামসুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাকায়াত হোসেন এর বাগান থেকে অজগরটিকে উদ্ধার করা হয়। পরে শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অজগরটিকে অবমুক্ত করা হয়। অজগরটি ৭ ফুট লম্বা। ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে এসেছিল।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি