ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

হাতিয়ায় পুকুর পাড়ের ঝোপে মিলল জীবিত নবজাতক

নোয়াখালী প্রতিদিন

প্রকাশিত : ১৬:১৩, ২৫ ফেব্রুয়ারি ২০২০

উদ্ধারকৃত নবজাতক শিশুটি। ছবি: একুশে টেলিভিশন

উদ্ধারকৃত নবজাতক শিশুটি। ছবি: একুশে টেলিভিশন

নোয়াখালী হাতিয়া উপজেলার একটি বসত বাড়ির পুকুর পাড়ের ঝোপে অক্ষত অবস্থায় এক নবজাতক শিশুকে পাওয়া গেছে।

মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনে বিটুর বাড়ির পুকুর পাড়ের ঝোপে এই নবজাতক শিশুকে পাওয়া যায়।

স্থানীয়দের ভাষ্য মতে, দুপুরে এক গৃহবধূ পুকুরে গোসল করতে এসে নবজাতকের কান্না শুনতে পান। পরে স্থানীয় এলাকাবাসী ওই বাড়ির লোকজনের সহায়তায় প্রায় ২০-২৫ দিন বয়সী এক ছেলে শিশুকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে ওই নবজাতক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাতিয়া থানার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, কে বা কাহারা লোক চক্ষুর অন্তরালে এ নবজাতক শিশুকে পুকুর পাড়ে ফেলে যায়। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে গিয়ে নবজাতকের খোঁজখবর নিয়েছি। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি