ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

শার্শায় করোনা প্রতিরোধে প্রস্তুতি সভা

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪১, ১২ মার্চ ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে যশোরের শার্শায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার সকালে এই সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সহকারী ভূমি কমিশনার খোরশেদ আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাজ মনিসহ আরও অনেকে। 

সভায় উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে সকল স্তরের জনসমাগম নিরুৎসাহিত করা হচ্ছে। উপজেলা পর্যায়ে দুটি করে রেসপন্স টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই টিম করোনা প্রতিরোধ ও শনাক্তে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সবাইকে সচেতন থাকতে হবে।’

তারা বলেন,‘করোনার প্রকোপ থেকে বাঁচতে অযথা মাস্ক ও হেক্সিসোলের কোনো প্রয়োজন নেই। সাধারণ সাবান ও লবণ পানি দিয়ে হাত ধুলেই চলবে। কারও শরীরে যদি জ্বর, সর্দি ও কাশি থাকে তাহলে হটলাইনে ফোন দেওয়ার অনুরোধ করেন বক্তারা।’

এআই/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি