ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

সিরাজগঞ্জে গণিত অলিম্পিয়াডে অংশ নিল ৮০৭ শিক্ষার্থী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৫, ১৩ মার্চ ২০২০

শিশু প্রাণে জ্ঞানের আলো মানবতার কল্যাণে ছড়িয়ে দেবার প্রত্যয়ে সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুরে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হল গণিত অলিম্পিয়াড। 

উৎসবের বারতা নিয়ে এতে বেলকুচি ও এনায়েতপুর থানার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০৭ মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

‘বই পড়া হোক প্রতিটি মানুষের শ্রেষ্ঠ শখ’ শ্লোগান ধরে এগিয়ে চলা মুসফিকা স্মৃতি পাঠাগারের উদ্যোগে আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয় ও মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই গলিত অলিম্পিয়াড। 

শিশু মনের মেধার বিকাশে এ প্রতিযোগিতায় ৩টি ক্যাটাগরিতে ছাত্র-ছাত্রীরা লিখিত পরিক্ষায় অংশ নেন। স্কুল পর্যায়ে বিভিন্ন পরীক্ষায় অংশ নেয়া এসব শিক্ষার্থীরা অলিম্পিয়াডে দ্বিতীয় বারের মত অংশগ্রহণ করতে পেরে বেশ কৌতুহলী। তাই সপ্তাহ খানেক আগে থেকেই অংশগ্রহণকারীদের বাছাই করে নেয় মেধাবীরা। 

এতে অতিথি হিসেবে পরিদর্শন করেন খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা, বিকেএমইএ-এর সাবেক পরিচালক টেক্সজেন গ্রুপের এমডি আলহাজ্ব শেখ আব্দুস ছালাম, এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়া, অনুষ্ঠানের উদ্যোক্তা মুসফিকা স্মৃতি পাঠাগারের পরিচালক খায়রুল আনাম শেখ। 

তারা জানান, ‘এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের গণিতের জ্ঞান আহরণে আরও ভূমিকা রাখবে। পাশাপাশি ছোট বেলা থেকেই শিক্ষামূলক প্রতিযোগিতার মাধ্যমে ভাল কাজে আরও উৎসাহী হবে।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি