ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কালীগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে বৃদ্ধের মৃত্যু, নমুনা সংগ্রহ

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৩১, ৭ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট নিয়ে আব্দুল কাইয়ুম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ পাঠানো হয়েছে।
 
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে শ্বাসকষ্ট নিয়ে ওই রোগী জরুরি বিভাগে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।
   
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ বলেন, ওই মৃত ব্যক্তির শ্বাসকষ্ট  ছিল। তবে তার করোনাভাইরাস আছে কিনা, ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ পাঠানো হয়েছে।  

তিনি আরও বলেন, মৃত ব্যক্তির এখনোও পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। তার বাড়ি জয়দেবপুর শুধু এটুকু জানা গেছে।

কেআই/এসি
  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি