ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আম্ফান : মোংলা বন্দরে বন্ধ পণ্য ওঠা-নামা 

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৪, ১৯ মে ২০২০

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ সুপার সাইক্লোনে পরিণত হওয়ার পর মোংলা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এ কারণে সতর্ক অবস্থান নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকাল থেকে বন্দরে অবস্থানরত সকল প্রকার বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠা-নামার কাজ বন্ধ রাখা হয়েছে। 

একই সাথে বন্দরের নিজস্ব নৌযানগুলোকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলে জানান হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন। এছাড়া বন্দরের নিজস্ব কন্ট্রোল রুম খোলা হয়েছে। বাতিল করা হয়েছে সকল কর্মকর্তার ছুটিও।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানিয়েছেন, ‘সুন্দরবনের অভ্যন্তরে বনবিভাগের কর্মকর্তা কর্মচারীদেরকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। এই মুহূর্তে বনের বিভিন্ন নদী-খালে প্রায় দুই হাজার জেলে নিরাপদে আশ্রয় নিয়েছে।’  

এদিকে, আম্ফান দুর্যোগকালীন সময়ে দুর্গতদের আশ্রয়ের জন্য উপজেলার ১০৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নাহিদুজ্জামান। তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় ১১’শ স্বেচ্ছাসেবক কর্মী প্রস্তুত রয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি