ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে তেলবাহী গাড়ি খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:১০, ১৯ মে ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের রায়গঞ্জে সয়াবিন তেলবোঝাই ট্রাক খাদে পড়ে স্বামী স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ মঙ্গলবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের নলকা ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের মৃত আবু সাইদের ছেলে আলী আকবর ও তার স্ত্রী নুরজাহান বেগম এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নুরুল ইসলামের ছেলে সোহেল রানা। 

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, ‘ঢাকা থেকে দিনাজপুরগামী সয়াবিন তেলের ড্রামভর্তি একটি ট্রাক নলকা ব্রিজের পশ্চিম এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দু’জন মারা যায়। গুরুতর আহত অপর তিনজন হাটিকুমরুল সাকাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’ 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি