ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় পরকীয়ায় বাঁধা দেয়ায় খুন হলেন যুবক

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৮, ১৯ মে ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লা সদর দক্ষিণে পরকিয়ায় বাধা দেয়ায় এক যুবক খুন হয়েছেন। সোমবার (১৮ মে) উপজেলার জোড়কানন পূর্ব ইউনিয়নের কুড়িয়াপড়া গ্রামে রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, ‘কুড়িয়াপাড়া এলাকার মাদকাসক্ত শাহজাহানের সাথে একই গ্রামের চায়ের দোকানদার আব্দুল হান্নানের স্ত্রী জেসমিনের সাথে পরকীয়ার সর্ম্পক গড়ে উঠে। বিষয়টি জেসমিনের স্বামী আব্দুল হান্নান জানার পরও কোন প্রকার ব্যবস্থা নিতে পারছিলেন না। পরে তার খালতো ভাই মিজান ও ইয়াছিন জেসমিনকে বাধা দেয়। এতে দুজন জেসমিনের পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ান। এ কারণে শাহজহান তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়োগ করে।’ 

তিনি জানান, ‘সোমবার মিজান এশার নামায শেষে মসজিদ শেষে রাত ৯টার দিকে বাড়িতে যাওয়ার পথে শাহজাহান তার ভাড়াটে সন্ত্রাসীরাসহ মিজানের উপর  অর্তকিত হামলা চালায়। এসময় চিৎকার শুনে তার ছোট ভাই ইয়াছিন সন্ত্রাসীদের বাধা দেয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ইয়াছিনের তল পেটে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় নিহত ইয়াছিনের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি