পায়ে হেঁটেই রাজধানী ছাড়ছেন দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষ
প্রকাশিত : ১৫:২৭, ১৯ মে ২০২০
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে লকডাউন ও সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাজধানী ছাড়ছেন দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষ। এতে করে করে পরিবারে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি।
সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা হয়ে রাজধানী থেকে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষীপুরসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ঢুকছে এসব মানুষ। গণপরিবহন না চলায় প্রাইভেটকার, সিএনজি এমনকি পায়ে হেঁটেই বাড়ির পথ ধরেন তারা।
আজ মঙ্গলবার সকাল থেকেই ঢাকা থেকে বাড়ি ফেরার জন্য কুমিল্লার মেঘনা-গোমতী সেতু হেঁটে পার হয় হাজার হাজার মানুষ। যেসব প্রাইভেটকার দাউদকান্দি সেতু এলাকা পার হওয়ার চেষ্টা করছে, অতীই গুরুত্বপূর্ণ না হলে তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে।
এতে করে অর্ধেক পথ যানবাহনে আসলেও পরের পথটুকু তারা হেঁটেই রওনা দিচ্ছিন। অতিরিক্ত ভাড়া দিয়ে থ্রিহুইলারে এবং মোটরবাইকে করে ঝুঁকি নিয়েই অনেকেই ঢাকা থেকে দাউদকান্দি পৌঁছান।
এআই//
আরও পড়ুন