ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুমকিতে অর্ধশতাধিক দোকান সিলগালা

পবিপ্রবি (পটুয়াখালী) সংবাদদাতা

প্রকাশিত : ২১:২১, ১৯ মে ২০২০

Ekushey Television Ltd.

পটুয়াখালীর দুমকিতে প্রশাসনের নির্দেশনা অমান্য করে বেচাকেনা করায় পীরতলা বাজারের প্রায় অর্ধশতাধিক দোকান সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ মে) দুপুরে পীরতলা বাজারে অভিযান পরিচালনা করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস।

এ সময় তিনি জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় অর্ধশতাধীক দোকান সিলগালা করে দেয়ার নির্দেশ দেন। এ বিষয়ে তিনি বলেন, প্রশাসনের নির্দেশনা অমান্য করায় ও করোনা সংক্রমণ রোধ করতে এসব দোকান সিলগালা করে দেয়া হয়েছে। এ সময় তিনি সার্বিক সহযোগিতা করায় বণিক সমিতি, উপজেলা আওয়ামী লীগ ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।

পীরতলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন জানান, করোনার প্রাদুর্ভাব রোধ করতে প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে এটিকে আমরা সাধুবাদ জানাই। 

এর আগে গত রোববার (১৭ মে) থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত অন্যান্য সকল দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে পটুয়াখালী জেলা প্রশাসন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি