ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

রাজবাড়ীতে চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫২, ২০ মে ২০২০

হতদরিদ্র ও জেলেদের চাল আত্মসাতের অভিযোগে রাজবাড়ীতে এক ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। অভিযুক্ত সদর উপজেলার চন্দনী উনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী। 

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উনিয়নের প্রায় আড়াই শতাধিক মানুষ অংশ নেন। 

মানববন্ধনে সরকারিভাবে বরাদ্দকৃত চাল বিতরণে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও আত্মসাতের প্রতিবাদে চেয়ারম্যান ও তার সাথে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি