ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বরিশালে আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরছে মানুষ!

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১১:১২, ২০ মে ২০২০ | আপডেট: ১১:১৪, ২০ মে ২০২০

ঘাড়ের কাছে ঘূর্ণিঝড় আম্পান। জেলা প্রশাসনের উদ্যোগে নেয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি, করা হচ্ছে সতর্কতা। তারপরও কিছু সাধারণ মানুষের অবহেলা আর অসচেতনার শেষ নেই। 

বিভাগ ও জেলা প্রশাসন সূত্র জানায়, বিভাগের ৬ জেলার মোট ৭ লাখ ৮১ জন মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়। এর মধ্যে বরিশাল জেলায় ১ লাখ ৪২ হাজার জন। তবে আজ সকাল থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে লোকজন চলে যাবার খবর পাওয়া গেছে। 

ব‌রিশাল আবহাওয়া অফিস জানায়, বুধবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৪৯ দশ‌মিক ০৩ মি‌লি‌মিটার বৃ‌ষ্টি রেকর্ড করা হয়। বাতা‌সের স‌র্বোচ্চ গ‌তি‌বেগ ছিল ঘণ্টায় ১৮ কি‌লো‌মিটার। তবে এবার চলমান করোনা ভাইরাসের প্রভাবকে মাথায় রেখে জেলা প্রশাসনের নানা ধরনের উদ্যোগের পাশাপাশি আশ্রয় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। 

পাশাপাশি ২ হাজার ৪৯৯টি গবাদিপশু আশ্রয় কেন্দ্রে উঠানো হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে আশ্রয় কেন্দ্রগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পানি সরবরাহসহ শুকনো খাবারের পাশাপাশি নিয়মিত খাবারের আয়োজন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তারা। 

এরই ধারাবাহিকতায় বরিশালের ১০টি উপজেলায় মানসম্মত খাবারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি