ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঝালকাঠিতে আশ্রয়কেন্দ্রে নদী তীরবর্তী ৩ হাজার বাসিন্দা

ঝালকাঠি প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৩১, ২০ মে ২০২০

দক্ষিণের উপকুলীয় জেলা ঝালকাঠিতে ঘূর্ণিঝড় ‘আম্পান’র হাত থেকে বাঁচতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে নদী তীরবর্তী ৩ হাজার বাসিন্দা। 

এছাড়া ৩১১টি গবাদি পশুকে আশ্রয়কেন্দ্র আনা হয়েছে। গতরাত থেকে থেমে থেকে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে। সময়ের সাথে বাড়ছে বৃষ্টি ও দমকা হাওয়া।

জেলার ২৭৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি আশ্রয়কেন্দ্রে শারীরিক দূরত্ব বজায় রেখে সকলকে অবস্থান করতে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়াও শুকনো খাবার ও ওষুধ সরবারহ করা হচ্ছে। 

এদিকে ঘূর্ণিঝড় ‘আম্পান’র প্রভাবে ইতিমধ্যে নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট বৃদ্ধি পেয়েছে। উত্তাল হয়ে উঠছে নদ-নদী, ভাঙন ধরেছে অনেক বাঁধে।  

ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসনও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। গঠন করা হয়েছে প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম। এছাড়াও খোলা হয়েছে ৫টি কন্ট্রোল রুম।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি