ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নওগাঁয় শিশু-কিশোরসহ আক্রান্ত আরও ৬

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৩, ২০ মে ২০২০

নওগাঁয় গত ২৪ ঘণ্টায় শিশু-কিশোরসহ আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে তিন পুলিশ সদস্যও রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ৭৯ জনে দাঁড়াল। সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ১৩ জন। 

আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান আলাল এ তথ্য জানান। 

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত একদিনে ২৬৭টি নমুনার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে জেলার পত্নীতলা থানার দুই পুলিশ সদস্য, ওই থানার স্টাফ কোয়ার্টারের রাধুনী ও জেলা হেড কোয়ার্টারের অপর আরো এক পুলিশ সদস্যের করোনা পজেটিভ আসে। অপর দু’জন মহাদেবপুর উপজেলার এক শিশু ও জেলা শহরের মুক্তির মোড় এলাকার এক কিশোর।

এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৯৫ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। ছাড়পত্র দেয়া হয়েছে  ৫৪ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৪৩০ জন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি