ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বরিশালে নতুন করে ১২ পুলিশসহ আক্রান্ত ৩১

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৮, ২০ মে ২০২০

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল- ছবি একুশে টিভি।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল- ছবি একুশে টিভি।

গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ৪ জেলায় ১২ জন পুলিশ সদস্যসহ নতুন করে ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে আজ বুধবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস থেকে জানানো হয়েছে। 

আক্রান্তদের মধ্যে বরিশালে ১২ পুলিশসহ ১৫ জন, বরগুনায় ৬ জন, ঝালকাঠীতে ২ জন ও পিরোজপুরে ৩ জন রয়েছে। আক্রান্ত ১২ পুলিশ সদস্যের সবাই বরিশাল মেট্রোপলিটনে কর্মরত বলেই জানা গেছে।

এ নিয়ে বরিশাল বিভাগের ৬ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৯ জনে। মারা গেছেন ৭ জন। বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন আছে ১১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৪ জন।  

এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ওয়ার্ডে ২২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজিটিভ ১৫ জন। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি