ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে আমানা বিগবাজারে অভিযান, শোরুম বন্ধ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৮, ২০ মে ২০২০ | আপডেট: ১৯:৫৪, ২০ মে ২০২০

কর্মচারীকে আটক করে নিয়ে যাওয়ার দৃশ্য, পরে অবশ্য ছেড়ে দেয়া হয় তাকে।- ছবি একুশে টিভি।

কর্মচারীকে আটক করে নিয়ে যাওয়ার দৃশ্য, পরে অবশ্য ছেড়ে দেয়া হয় তাকে।- ছবি একুশে টিভি।

Ekushey Television Ltd.

নাটোর শহরের কানাইখালী এলাকায় আমানা বিগবাজারে অভিযান চালিয়ে আমানা বিগবাজারের শো রুম বন্ধ এবং এক দোকান কর্মচারীকে আটক করা হয়। পরে জিম্মায় দোকান কর্মচারীকে ছেড়ে দেয়া হলেও শোরুম বন্ধ করে দেয় পুলিশ। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, নাটোর শহরের নিত্য প্রয়োজনীয় ও কৃষিপণ্য ছাড়া সব দোকান বন্ধ ঘোষণা করেন জেলা প্রশাসন। কিন্তু এই ঘোষণাকে অমান্য করে আমানা বিগবাজার তাদের শোরুম খুলে ব্যবসা অব্যাহত রাখে। মঙ্গল ও বুধবার স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল নিজে দোকান বন্ধ রাখতে বলেন। কিন্তু আমানা বিগবাজার তাদের বিক্রি অব্যাহত রাখে। এ অবস্থায় দুপুর আড়াইটার দিকে পুলিশ আমানা বিগবাজারে অভিযান চালিয়ে শোরুম বন্ধ করে দেয় এবং শোরুমের একজন কর্মচারীকে আটক করে। 

এ বিষয়ে নাটোর থানার ওসি তদন্ত আব্দুল মতিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আমানা শোরুম বন্ধ করে দেয়া হয়েছে। তবে আটক কর্মচারীকে জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। 

শোরুমের ব্যবস্থাপক নাজমুল আহসান বকুল বলেন, তারা শুধু নিত্য প্রয়োজনীয় পণ্যই বিক্রি করছিলেন। অন্যান্য সামগ্রী নয়। 

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, মানুষের জীবনকে বাঁচাতে হবে। আমাদের এমন কিছু করা ঠিক নয়, যাতে মানুষের জীবন বিপন্ন হতে পারে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি