ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সন্দ্বীপে আম্পানের জোয়ারে প্রাণ গেল যুবকের 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ২০ মে ২০২০ | আপডেট: ২১:১২, ২০ মে ২০২০

Ekushey Television Ltd.

সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে উত্তাল জোয়ারের স্রোতে সন্দ্বীপ উপকূলে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে ) নতুন চর থেকে মৃত সালাউদ্দিনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সালাউদ্দিন পৌরসভা ২নং ওয়ার্ডের হোনাজীর বাড়ির আবুল কাশেমের পুত্র।

স্থানীয়রা জানায়, জেগে উঠা চরে উড়ি ঘাস কাটতে গিয়ে জোয়ারে ভেসে যায় সালাউদ্দিন। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয় ।

উল্লেখ্য,ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উপকূলীয় এলাকায় ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় অঞ্চলে ২-৪ ফুট বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে এটি আরও বাড়তে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সন্দ্বীপে বৃষ্টি ও বাতাস অব্যাহত রয়েছে। 

এর আগে আবহাওয়া অধিদফতরের সারাদেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আম্পানের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারো থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

জানা যায়, উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। তবে মোংলা ও পায়রা বন্দরে আগের মতোই ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি