ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে ঈদ উপহার বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৫, ২০ মে ২০২০

রাজবাড়ীতে বৈরী আবহাওয়ার মধ্যে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার বেলা সাড়ে ১১টার সময় মানবতার কল্যাণ ফাউন্ডেশন ব্যানারে রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান খান,মানবতার ক্যান ফাউন্ডেশনের রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা সহকারী অধ্যাপক মো.আ.রশিদ মন্ডল,সভাপতি  আজরা জেবিন তুলি, সাধারণ সম্পাদক ও সাংবাদিক জাহাঙ্গির হোসেন, সহকারী অধ্যাপক মো. আশরাফ হোসেন, সহকারী অধ্যাপক সরোয়ার মোর্শেদ খঝান স্বপন ,ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন প্রমূখ।

এসময় এক'শ হতদরিদ্র অসহায় সাধারণ মানুষের মাঝে চাল,আটা,চিনি,সেমাই আলু,কিসমিচ,গুড়া দুধ ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি