ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ২১:৪৭, ২০ মে ২০২০

ঢাকার নবাবগঞ্জের হলিক্রস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। বুধবার সকালে প্রতিষ্ঠানের এবং শিক্ষকদের সহায়তায় প্রতিষ্ঠানের ৬০ জন দরিদ্র ও অসহায় শিক্ষার্থীকে খাদ্য সামগ্রী দেওয়া হয়।

এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার আলবার্ট রত্ন বলেন,করোনার কারণে কর্মহীন পরিবারগুলো অসহায় জীবনযাপন করছেন। আমরা শিক্ষকরা ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি প্রতিষ্ঠানের দরিদ্র কিছু শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর। প্রতিষ্ঠান ও শিক্ষকদের পক্ষ থেকে আজ কিছু শিক্ষার্থীকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উচিত তাদের দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো।

এসময় উপস্থিত ছিলেন,ব্রাদার তরেন,বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য হিউবার্ট যোসেফ গমেজ, প্রতিষ্ঠানের শিক্ষক পল পিন্টু গমেজ, শশাংঙ্ক ভূষন পাল চৌধুরি, আবু নাঈম, তাহের উদ্দিন, আলমাছ উদ্দিন, সাইফুল ইসলাম, আব্দুস সামাদ প্রমুখ।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি