ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যশোরের চৌগাছায় গাছচাপা পড়ে মা-মেয়ে নিহত

যশোর প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:১৬, ২১ মে ২০২০ | আপডেট: ১৫:২৫, ২১ মে ২০২০

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

Ekushey Television Ltd.

যশোর জেলার চৌগাছার চাঁদপুর গ্রামে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে গাছ পড়ে মা ও মেয়ে নিহত হয়েছে। নিহতরা হলো ওই গ্রামের মৃত ওয়াজেদ আলীর স্ত্রী খ্যান্ত বেগম (৪৫) ও তার মেয়ে রাবেয়া (১৩)। 

স্থানীয়রা জানান, বুধবার ঝড়ের সময় তারা ঘরে ছিলেন। রাত ১০টার দিকে পাশের একটি গাছ ভেঙ্গে পড়ে ঘরের উপর। এ সময় ও মেয়ে নিহত হয়। প্রচণ্ড ঝড় ও বৃষ্টির কারণে তাদের উদ্ধার করতে দেরি হয়।

এদিকে যশোর আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, রাত ১২টার পর থেকে যশোর জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস প্রবাহিত হয়েছে। এর ঘন্টা দেড়েক আগে ছিল ১০৪ কিলোমিটার। ঝড়ের কেন্দ্রবিন্দু যশোর সীমান্ত থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেনাপোল হয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরের উপর দিয়ে ঘূর্ণিঝড়রটি বেরিয়ে গেছে।

ঘূর্ণিঝরে জেলার বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ গাছপালা ও ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। শহরের খড়কি এলাকার বেশকিছু ঘরের টিন উড়ে গেছে। রাতে গোটা শহরের রাস্তাঘাটে ছড়িয়ে রয়েছে দোকানের সাইনবোর্ড, টিনসহ বিভিন্ন ছিন্নভিন্ন জিনিসপত্র।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি