ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নাটোরে দুই পুলিশসহ আক্রান্ত আরও ৫ 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৩, ২১ মে ২০২০ | আপডেট: ১১:০৭, ২১ মে ২০২০

নাটোরে দুই পুলিশসহ আরো ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে। নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তবে, তাদের পরিচয় জানাতে পারেননি তিনি। 

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে দুই পুলিশ সদস্য হলেন নলডাঙ্গা থানায় কর্মরত এক এসআই ও একজন কনস্টেবল। অন্যদের পরিচয় জানা যায়নি।

সিভিল সার্জন জানান, ‘রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব থেকে বুধবার রাতে পাওয়া ফলাফলে নাটোরে ৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। গত ১৬ মে ৭২ জনের নমুনা পাঠানো হয়। এরমধ্যে ৫ জনের রেজাল্ট করোনা পজেটিভ এবং অবশিষ্ট ৬৭ জনের নেগেটিভ এসেছে।’

 

এআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি