ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বরিশালে পুলিশসহ আরও ১৮ জনের করোনা শনাক্ত  

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১১:২০, ২১ মে ২০২০

বরিশালে নতুন করে আরও ১৮ জন করোনার শিকার হয়েছেন। ফলে বিভাগীয় এ জেলায় আক্রান্ত বেড়ে ১২১ জনে দাঁড়াল। জেলা সিভিল সার্জন সূত্রে আজ বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে। 

নতুন আক্রান্তরা হলেন, সিটি কর্পোরেশনভুক্ত সাগরদী এলাকায় ৮ , সিএন্ডবি, কাউনিয়া, চাঁদমারি, পলাশপুর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ১ জন করে, উজিরপুর ও বাকেরগঞ্জ উপজেলায় ১ জন করে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২ ও জেলা পুলিশের একজন সদস্য। 

আক্রান্তদের মধ্যে গত একদিনে আরও একজন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনা থেকে বাড়িতে বেঁচে ফিরলেন ৩৯ জন।

 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি