করোনা আক্রান্তে নতুন রেকর্ডে বগুড়া
প্রকাশিত : ১২:৫২, ২১ মে ২০২০ | আপডেট: ১২:৫৩, ২১ মে ২০২০
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে ৭ পুলিশ সদস্যও রয়েছেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো ১৮৮টি ফলাফলের মধ্যে তাদের করোনা শনাক্ত হয়।
এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ১১২ জনে দাঁড়াল। যদিও সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৪ জন। বুধবার (২০ মে) রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করের বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৯, গাবতলিতে ৪, শেরপুরে ৩ এবং বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে অজ্ঞাত পরিচয় একজন।
সদরে আক্রান্ত ৯ জনের মধ্যে কারারক্ষী ৫ জন। অন্য চারজনের একজন পুলিশ কনস্টেবল ও বাকি ৩ জন ঢাকাফেরত।
অন্যদিকে, গাবতলী উপজেলার ৪ জনের মধ্যে ২ জন নারুয়ামালা ইউনিয়নের স্বামী-স্ত্রী। অন্য দু’জন সম্প্রতি ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। এছাড়া, শেরপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের একজন পুলিশ কনস্টেবল ও দু’জন ঢাকাফেরত।
আর অজ্ঞাত মহাস্থানহাটের পার্শ্ববর্তী মহাসড়কে যাত্রী ছাউনিতে পড়ে থাকতেন। সেখান থেকে হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার নমুনা সংগ্রহ করে পাঠানো হলে করোনা শনাক্ত হয় বলে জানান ডেপুটি সিভিল সার্জন।
এআই//
আরও পড়ুন