ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে নিম্নাঞ্চল প্লাবিত, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:২২, ২১ মে ২০২০

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় ‘আম্পান’র প্রভাবে প্লাবিত হয়েছে বরিশালের নদী তীরবর্তী ও নিম্নাঞ্চল। বুধবার রাতে ৮৬ কিলোমিটার বেগে বাতাসের সঙ্গে ঘূর্ণিঝড়টি এ অঞ্চল অতিক্রম করে। আর এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ, কিছুটা ক্ষতি হয়েছে ফসলের। 

এর আগে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাইক্লোন শেল্টারে নেয়া হয়। গতকাল সারাদিনে বরিশালে ১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে নদীর পানি অন্তত ১০ ফুট বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়। বাতাসের প্রভাবে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হলেও জেলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

এদিকে ঝড়ের প্রভাবে অধিকাংশ এলাকায় একটানা ১৬ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। এখনও বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

কৃষি বিভাগ জানায়, ঝড়ের আগেই আবাদকৃত বোরো ধানের ৯০ শতাংশ ধান ঘরে তোলায় ধানের আংশিক ক্ষতি হয়েছে। তবে জেলার গৌরনদী, বানারীপাড়া ও আগৈলঝাড়া উপজেলায় ২ হাজার ৮০০ হেক্টর জমির পানের বরজ ও ৯ শত হেক্টর জমির কলার কিছুটা ক্ষতি হয়েছে। জেলার আর্থিক ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।

 

এআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি