ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে একদিনেই আক্রান্ত ৫৬ 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪১, ২১ মে ২০২০

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৬৭৩ জনে পৌঁছেছে। 

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত একদিনে জেলার ৩২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ২১৫ জন। 

এ পর্যন্ত গাজীপুরে ৭ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও পোশাক শ্রমিক রয়েছে। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি