ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আম্পানের আঘাতে সিরাজগঞ্জে একজনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৪, ২১ মে ২০২০

সুপার সাইক্লোন আম্পান সিরাজগঞ্জ জেলা অতিক্রমকালে গাছচাপায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। 

বুধবার (২০ মে) রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের গজারিয়া বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। মৃত দেলসাত আলী (৩৮) কাজিপুর ইউনিয়নের প্রজার পাড়া গ্ৰামের মৃত আজিজুল শেখের ছেলে। 

এলাকাবাসী জানায়, বুধবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গজারিয়া পশ্চিম পাড়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছেন দেলসাত। পথে সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের গজারিয়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে রাস্তার পাশে থাকা মরা গাছ ভেঙে তার মাথায় পড়ে। এতে মারাত্মক আহত হন দেলসাত। পরে উদ্ধার করে সিরাজগঞ্জ শহরের আবিসিনা ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেস। 

এ ঘটনায় নিহতের সহযাত্রী মোমিন ও খালাতো ভাই ছালাম আহত হন। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি