ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে ট্রাক চাপায় পুলিশের এএসআই নিহত

নাটোর  প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪০, ২১ মে ২০২০

Ekushey Television Ltd.

নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত ট্রাকের চাপায় গোয়েন্দা পুলিশের এএসআই একরামুল ইসলাম (২৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার থানার মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত একরামুল ইসলাম ডিএমপি পুলিশের গোয়েন্দা (ডিবি)  শাখায় কর্মরত। তার বাড়ি কুষ্টিয়া জেলায় এর বেশি জানাতে পারেনি পুলিশ।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, একরামুল ইসলাম মোটরসাইকেল নিয়ে কর্মস্থল ঢাকায় ফিরছিলেন। পথে বড়াইগ্রাম থানার মোড় এলাকায় পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, নিহতের সাথে থাকা আইডি কার্ড থেকে জানা যায় তিনি পুলিশের এএসআই পদে ডিএমপি পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখায় কর্মরত। প্রাথমিকভাবে জানা গেছে তার বাড়ি কুষ্টিয়ায়। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি