ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সরাইলে ২০ বস্তা সরকারি চাল আটক 

নারায়ন চক্রবর্ত্তী,সরাইল 

প্রকাশিত : ২০:৩৫, ২১ মে ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০ বস্তা সরকারি চাল আটক করেছে সরাইল থানা পুলিশ। বৃহস্পতিবার এসআই সাহাদত হোসেন এসব চাল আটক করেন।

এস আই সাহাদত হোসেন বলেন,বুধবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বাউনগাও গ্রামের ফজল করিমের ছেলে সায়েদ আলীর বাড়ী থেকে খাদ্য অধিদপ্তরের শীলকৃত ২০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এসময় চালসহ ছায়েদ আলীকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হয়। 

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসার পরিচালনায় ভ্রাম্যমান আদালত ২০ বস্তা চাল জব্দ করে সায়েদ আলীকে ছেড়ে দেয়। নির্বাহী অফিসের সহকারী কাইছার আহম্মেদ জানান,জব্দকৃত চাল প্রকৃত গরীবের মাঝে বিতরণ করা হবে। 

স্থাণীয় সূত্রে জানা গেছে, জায়েদ আলী ক্ষুদ্র চাল ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি