ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

বরগুনায় অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

বরগুনা প্রতিনিধি 

প্রকাশিত : ১১:১৮, ২২ মে ২০২০

ঘূর্ণিঝড় আম্পানের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে বরগুনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের বাকালি পট্টির এ ঘটনায় অন্তত ১৩টি দোকান পুড়ে গেছে। যেখানে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।  

বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের ডিএডি দেওয়ান সোহেল রানা জানান, ‘বিছমিল্লাহ ষ্টোর নামে একটি মুদির দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।’ 

তিনি জানান, ‘আগুনে ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ৪টি দোকান আংশিক পুড়ে গেছে এবং প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এসময় আগুন নিভাতে গিয়ে এক ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে জেলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ‘অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। একদিকে ঘূর্ণিঝড় আম্পান সেই সঙ্গে এমন বিভৎস ঘটনায় পথে বসেছি আমরা।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি