ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে আরও ৪ জনের করোনা শনাক্ত 

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৪০, ২২ মে ২০২০

Ekushey Television Ltd.

বরিশালে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নি‌য়ে জেলায় আক্রা‌ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জনে। 

আক্রান্তদের মধ্যে মহানগরীর সিএন্ডবি রোডের চৌমাথা এলাকায় ১, কালি বাড়ি রোড এলাকায় ১, খান সড়ক দক্ষিণ আলেকান্দায় ১ ও সাগরদী এলাকায় একজন। 

গতকাল বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ৪ জনের রিপোর্ট পজেটিভ আসে।

জেলা প্রশাসক এস এম, অজিয়র রহমান জানান, ‘রিপোর্ট পাওয়ার পরপরই ওই চার ব্যক্তির অবস্থান অনুযায়ী লকডাউন করা হয়েছে। আক্রান্তরা যাদের সংস্পর্শে এসেছেন, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি