ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ঈদের জামা কেনার টাকা দিয়ে ২শ পরিবারকে সহায়তা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৭, ২২ মে ২০২০

ঈদে নিজেদের নতুন জামা-কাপড় না কিনে ওই টাকায় অসহায়, দুস্থ ও কর্মহীন হয়ে পড়া ২শ পরিবারকে ১৫ দিনের খাদ্য সামগ্রী দিয়েছে নওগাঁর বকুল বালিকার দল। 

‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে’এই শ্লোগানকে সামনে রেখে করোনায় এসব মানুষদের পাশে দাঁড়িয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ফোরাম বকুল বালিকার দল।

আজ শুক্রবার সকালে শহরের প্যরিমোহন লাইব্রেরির সামনে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন প্রাক্তন ছাত্রী ফোরামের সাধারণ সম্পাদক নাফিসা নূর সাথীসহ ফোরামের অন্যান্য সদস্যরা। শুধু তাই নয়, ঈদের অন্যান্য বাজার করার জন্য প্রত্যেক পরিবারের হাতে নগদ ৫শ টাকা করে প্রদান করা হয়।

বকুল বালিকা দলের নেত্রী নাফিসা নুর সাথী জানান, ‘ঈদের আনন্দ আসুক সকলের ঘরে ঘরে। আমাদের ঘরের ভালবাসা আমরা বিলিয়ে দিলাম মানবতার সেবায়। পাশাপাশি উচ্চবিত্ত ধনী মানুষের সন্তানদের নিজেদের সামান্য ভোগ-বিলাসিতা বাদ দিয়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান জানাই।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি