ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ঈদকে ঘিরে গাজীপুরে চাপ বাড়ছে ঘরমুখো মানুষের

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৪, ২২ মে ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে গণপরিবহন বন্ধ থাকলেও থেমে নেই মানুষের ঈদযাত্রা। উত্তরবঙ্গমুখী মহাসড়কগুলোতে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। 

আজ শুক্রবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে পায়ে হেঁটে ঘরে ফিরছেন অসংখ্য মানুষ। এ সময় বিভিন্ন জায়গায় চেকপোস্টে খানিকটা বাধা থাকলেও কড়াকড়ি কমেছে আগের থেকে।

এদিকে মহাসড়কের কোথাও কোথাও মোটরসাইকেল ও থ্রি হুইলারেও লোকজনকে বাড়ি ফিরতে দেখা গেছে। আর এই সুযোগে তাদের বাড়তি ভাড়া দিতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। 

পুলিশ বলছে, ‘আগের থেকে চলাচলে কিছুটা শিথিলতা থাকলেও অযথা বের হওয়াদের বিরুদ্ধে নেয়া হচ্ছে ব্যবস্থা।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি