ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে করোনা উপসর্গে নারীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৯, ২২ মে ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে করোনার উপসর্গ নিয়ে গাজীপুরফেরত লাইলি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মারা যান তিনি। 

মৃত লাইলি শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মক্কর আলীর স্ত্রী। এ ঘটনায় তার বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। 

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ শামচুজ্জোহা এবং স্থানীয়রা জানান, ‘কিছুদিন আগে গাজীপুর থেকে আসা লাইলি বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দেখা দেয় ঠান্ডা জ্বর ও শ্বাসকষ্ট। এ অবস্থায় বাড়ির পাশে অবস্থিত শাহজাদপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে বৃহস্পতিবার রাতে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে সে মারা যান তিনি। পরে বাড়িতে লাশ এনে শুক্রবার ভোরের দিকে গোপনে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।’ 

বিষয়টি জানাজানি হলে দুপুরের দিকে উপজেলা প্রশাসন ওই বাড়িটি লকডাউন ঘোষণা করে। এছাড়া মৃত লাইলির সংস্পর্শে যারা এসেছেন তাদেরও নমুনা সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি