ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় সেনাবাহিনীর বিনামূল্যের ঈদ বাজার

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:২৫, ২২ মে ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লায় সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত ৬৪০ জন অসহায় ও এতিমদের নিয়ে বিনামূল্যের ঈদ বাজারের আয়োজন করেছে সেনাবাহিনী। 

বাজার থেকে গ্রাহকরা ঈদের জন্য প্রয়োজনীর পণ্য ও কাঁচা বাজার সংগ্রহ করতে পারছেন। এছাড়া ঈদের শাড়ি, পাঞ্জাবি, টি-শার্ট ও ছোটদের জামা কাপড় পাওয়া যাচ্ছে।

আজ শুক্রবার দুপুরে নগরীর কেন্দ্রিয় ঈদগাহ মাঠে বিনামূল্যের এই বাজার উদ্বোধন করেন, বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়ার ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহবুব আলম।

তিনি জানান, ‘করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে এই ঈদ বাজারের আয়োজন করা হয়েছে। এই বাজার থেকে হয়তো অনেককে খুশি করা যাচ্ছেনা- কিন্তু সীমিত সংখ্যক মানুষকে হলেও খুশি করা সম্ভব হয়েছে। এছাড়া তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে বাজার করা শেখানো হচ্ছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি