ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৯, ২২ মে ২০২০

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম-এর নেতৃত্বে জেলার কর্মহীন দুই হাজার দরিদ্র মানুষের মাঝে জেলা পুলিশের 'ঈদ উপহার' -এর প্যাকেট প্রদান করা হয়েছে। প্রতিটি প্যাকেটে রয়েছে দশ কেজি করে চাল, দুই কেজি আলু, এক প্যাকেট সেমাই, এক কেজি ডাল, এক লিটার তেল, আধা কেজি চিনি ও একটি সাবান।

শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের কাজী হেদায়েত হোসেন ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম। সে সময় পুলিশ সুপার ছাড়াও রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বক্তৃতা করেন।
 
এ বিতরনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফ উজ জ্জামান, ডিআইও-ওয়ান সাইদুর রহমান, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি