ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ জন করোনা আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৭, ২২ মে ২০২০ | আপডেট: ১৭:০৫, ২২ মে ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরে নতুন আক্রান্তদের রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে আসে। 

আক্রান্তদের মধ্যে জেলার নবীনগর উপজেলার সাতজন, কসবার পাঁচজন, আশুগঞ্জের একজন, আখাউড়ার দুইজন ও সরাইলের দুইজন এবং সদর উপজেলার একজন রয়েছেন। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৮ জন। 

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান,আজকে ১৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তাদেরকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। 

এর আগে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, বৃহস্পতিবার  পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৭০ জন। এর মধ্যে মারা গেছেন দুইজন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন। বাকিরা আইসোলেশনে রয়েছেন।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি