ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৮, ২২ মে ২০২০

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে দুর্যোগকালীন সময়ে ঠাকুরগাঁওয়ের প্রতিবন্ধী,হরিজন, বিধবা, বয়স্কসহ অন্যান্য পেশার অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা সমাজসেবা কার্যালয়।

এই উপলক্ষে শুক্রবার জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম, বিয়াম স্কুল ও ইসলাম নগর উচ্চ বিদ্যালয় চত্বরে পৃথক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোছা. সাঈয়েদা সুলতানা। 

এসময় তিনি করোনা সংক্রমণ রক্ষা পেতে সকলকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচলনা করেন, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা শাকিল মাহমুদ। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আড়াইশ' মঅসহায় মানুষের মাঝে চাল, ডাল,আটা, তেল, সেমাই, চিনি, শিশুখাদ্য সুজি, দুধসহ নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করা হয়। 
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি