ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ২৩ মে ২০২০

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে আরেক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। 

নগরের হালিশহর থানায় কর্মরত কনস্টেবল মো. নেকবার হোসেন (৪২) ভোলা জেলার চরফ্যাশন থানার চর আফজাল গ্রামের কাঞ্চন আলীর ছেলে। তিনি হালিশহরের নয়া বাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাহাবুবর রহমান।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আবু বকর সিদ্দিক জানান, করোনা উপসর্গ নিয়ে কনস্টেবল নেকবার হোসেনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত ১৪ মে জ্বর আসলে বাসায় কোয়ারেন্টাইনে পাঠানো হয় তাকে। ১৬ মে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার সকালে তার মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, করোনা ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত চট্টগ্রাম মহানগর এবং জেলায় তিন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি